প্রশ্ন: নাটোর জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: নাটোর জেলার সীমানা কি?
উ: নাটোর জেলার সীমানা:
✅ উত্তরে: বগুড়া ও নওগা
✅ দক্ষিণে: পাবনা ও কুষ্টিয়া
✅ পূর্বে: পাবনা ও সিরাজগঞ্জ
✅ পশ্চিমে: রাজশাহী জেলা
প্রশ্ন: নাটোর জেলার আয়তন কত?
উ: ১৮৯৬.০৫ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: নাটোর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: গণশিক্ষা পরিষদ নাটোর।
প্রশ্ন: নাটোর জেলার গ্রাম কতটি?
উ: ১৪৩৪টি।
প্রশ্ন: নাটোর জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৫২ টি।
প্রশ্ন: নাটোর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৭টি। নাটোর সদর, সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর, বাগাতিপাড়া, নলডাঙ্গা।
প্রশ্ন: নাটোর জেলার পৌরসভা কতটি?
উ: ৮টি; নাটোর (ক-শ্রেণী), সিংড়া (ক-শ্রেণী), গুরুদাসপুর (ক-শ্রেণী), বড়াইগ্রাম (খ-শ্রেণী), বনপাড়া (গ-শ্রেণী), গোপালপুর (গ-শ্রেণী), বাগাতিপাড়া (গ-শ্রেণী), নলডাঙ্গা (গ-শ্রেণী)।
প্রশ্ন: নাটোর জেলার নদ-নদী কি কি?
উ: আত্রাই, বড়াল, নাগর, তুলসী, নন্দকুইয়া, গৌরনদী ইত্যাদি।
প্রশ্ন: নাটোর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: চিনিকল।
প্রশ্ন: নাটোর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: উত্তরা গণভবন (সাবেক দীঘাপাতিয়া রাজপ্রাসাদ), চলনবিল, বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল নর্থ বেঙ্গল সুগার মিল, বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর।
প্রশ্ন: নাটোর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: যদুনাথ সরকার, রাণী ভবানী, অধ্যক্ষ আবদুল হামিদ।